চট্টগ্রাম কারাগারে ‘বুক ব্যাথায়’ হাজতির মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৮:৪৯ অপরাহ্ণ

মাদক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. হোসেন (৫৫) বলে জানা গেছে। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আবুল হোসেনের ছেলে।
আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম। বাংলানিউজ
মো. তারিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় এ কারাগারে বন্দি ছিলেন মো. হোসেন।
বুধবার সকালে হঠাৎ কারাগারের ভেতর বুকে ব্যাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, বন্দি মো. হোসেন হৃদরোগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অফিসে আগুন
পরবর্তী নিবন্ধ‘তপোবহ্নির শিখা জ্বালো’ বাংলা নববর্ষ-১৪২৮ বরণ