বিভূতিভূষণ ভৌমিক নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর ২১৪৩৮/২১। গতকাল শনিবার সন্ধার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে অসুস্থতাজনিত কারণে প্রথমে কারা হাসপাতালে, এরপর চমেকে নিয়ে যাওয়া হয়।
বিভূতিভূষণ ভৌমিককে চমেকে নিয়ে যাওয়া কারারক্ষী মো. ফারুকের বক্তব্য অনুযায়ী, ভিকটিম দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা সার্জনের কাছে নেওয়া হয়। কারা সার্জনের পরামর্শে সেখান থেকে চমেকে নেওয়া। পাঁচলাইশ থানার পরিদর্শক ছাদিকুর রহমান আজাদীকে বলেন, কারারক্ষীরা এক হাজিতকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।