চট্টগ্রাম কারাগারের দুই হাজার বন্দী পেল নওফেলের ঈদ উপহার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মে, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার বন্দী ও মহিলা বন্দীদের সঙ্গে থাকা ৫০ জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঈদ উপহার বিতরণকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা থেকে কারাগারও বাদ যায়নি। আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ, অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু বঙ্গবন্ধু কন্যার সরকার ক্ষমতায় আসার পরে কারাগারগুলোকে অনেক আধুনিক করা হয়েছে। তিনি সমাজের সকল স্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায় সেই চিন্তা করেন। কারাবন্দীদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়ন ও সেই ভাবনা থেকে বাদ যায় না। তিনি সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আজ আমরা তাঁর নির্দেশে আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণ করতে এসেছি। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন। অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচিসহ ডেপুটি জেলারগণ।

লালখান বাজারে ঈদ উপহার বিতরণ : জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে শহীদ নগর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নারীপুরুষের মাঝে শাড়িলুঙ্গী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। আলোচনায় অংশ নেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ, সহ সভাপতি শেখ দেলোয়ার হোসেন, গোলাম নেওয়াজ বাবুল, সুরথ কুমার চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছেলে শিশুকে যৌন নিপীড়ন, হেফজখানার দারোয়ানকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅক্সিজেন থেকে জাল টাকার নোটসহ যুবক গ্রেপ্তার