চট্টগ্রাম কলেজ-৭৬ ব্যাচের পুনর্মিলনী ও আড্ডা

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

গানগল্পআড্ডায় গতকাল চট্টগ্রাম কলেজ ৭৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদস্থ একটি হোটেলে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটিকে বর্ণিল করে তুলেন প্রাক্তনরা। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন। তাদের উপস্থিতি, গল্প ও স্মৃতিকথায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। বন্ধুবান্ধবেরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই একটা দিনের জন্য হলেও সকলে যেন ৭৬ এর কলেজ জীবনের তারুণ্যকে ফিরে পান। পরিষদের সভাপতি সাবেক প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ৭৬ ব্যাচের কৃতী শিক্ষার্থী সাবেক সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ, অধ্যক্ষ ডা. এ এস এম মোস্তাক আহমদ ও ক্যাপ্টেন শামসাদ আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন। সঞ্চালনা করেন অধ্যাপক মো. জসীম উদ্দিন। সভায় প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সমাজ সেবা সম্পাদক মো. আনোয়ার খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু