চট্টগ্রাম কলেজ সতীর্থদের বন্ধু সম্মিলন

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মেধামননে অনন্য অবদান রেখে চলেছেন। এই শিক্ষাঙ্গণের নামের সঙ্গে নিজের নামটি সগৌরবে যুক্ত করে বিশ্বজুড়ে বাংলাদেশের বলিষ্ঠ পরিচয় বহন করছেন। চট্টগ্রাম কলেজ ‘রেড বিল্ডিং’, আর্টস গ্যালারিসায়েন্স গ্যালারি, লিচুতলা, লাইব্রেরি ভবন, প্যারেড গ্রাউন্ডসহ বিশাল এই ক্যাম্পাসে টসবগে তারুণদীপ্ত সেই দূরন্তদিনের পদচারণার হাজারো সুখস্মৃতি তাড়িয়ে বেড়ায় চিটাগাং কলেজিয়ানদের। শিক্ষাদীক্ষা, জ্ঞানবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, বহুমাত্রিক গবেষণায়, সাহিত্যসংস্কৃতিতে বিশেষ করে সহিহ্‌ আকীদার ইসলামী আদর্শ চর্চার ক্ষেত্রে বাংলাদেশের বলা যায় সবচেয়ে সুসমৃদ্ধ, আধ্যাত্মিক জনপদ এবং শত শত বছরের ঐতিহ্যের ঠিকানা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রাম। সেই চুনতি জনপদে গত শনিবার দিনব্যাপী চট্টগ্রাম কলেজের আলোকিত বিরাশি ব্যাচের সহপাঠীদের বর্ণিল ‘বন্ধু সম্মিলন’ অনুষ্ঠিত হয়।

মেরিন ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান ও স্ত্রী প্রফেসর ডা. মালেকা আফরোজের আমন্ত্রণে তাদের প্রসিদ্ধ চুনতি ‘ডেপুটি বাড়ি’তে সাদরে শীতের আমেজে আপ্যায়নের মধ্যদিয়ে শুরু হয় প্রাণবন্ত এই সম্মিলন। আরিফ জানান, যুগ যুগ ধরে এই চুনতি গ্রামে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয় প্রতিবছর। মাহফিলে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানও আসেন এবং দুই দফায় তিনি চুনতি গ্রাম পরিদর্শন করে মুগ্ধ হন। পরবর্তী পর্বে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক লাগোয়া ‘আর্ক চুনতি’তে দুপুর থেকেই চলে আলাপআড্ডা, গান, খেলাধুলা, নামাজের বিরতি, র‌্যাফেল ড্র, প্রীতিভোজ এবং নির্মল আনন্দবিনোদন। সুবজের ছায়ায় ঘেরা নিটোল প্রকৃতির অপরূপ এই ঠিকানায় সবাই হারিয়ে যান। অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, মাস্টার মেরিনার, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, ব্যবসায়ীশিল্পোদ্যোক্তা, গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন পেশা বা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন চট্টগ্রাম কলেজিয়ানরা একই ছাতার নিচে দাঁড়িয়ে পরস্পর কুশল বিনিময় করেন।

তারা আসেন শহুরে যান্ত্রিক জীবনের খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আলোবাতাসে নিজেদের রিচার্জ করিয়ে নিতে। আরিফ ছাড়াও সতীর্থ বন্ধু তৌফিক বাবু, মশিউর সেলিম, ফসিহ, মোর্শেদ, জিয়া হাবিব, অশোক, তারেক, শফিউল, রেজা, আইভি, মিলি, সাবিনা, গুলশান, সাফিনা, শওকতসহ আয়োজক এবং পারফরমেন্সে চৌকস সতীর্থদের অক্লান্ত শ্রমমেধায় বন্ধু সম্মিলন হয় সফল।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনভেস্ট ইন ভিশনস থেকে ২ কোটি মার্কিন ডলার টার্ম ঋণ পেল প্রাইম ব্যাংক
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল