চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী কলেজ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। এই কলেজের শিক্ষার্থীদের রয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। তবে সকল সুযোগ সুবিধার মাঝে কিছু সংকট ব্যাপকভাবে দৃষ্টিগোচর হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ছাত্রাবাসের সংকট।
১৯২৬ সালে চট্টগ্রাম কলেজের প্রথম ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত পাঁচটি ছাত্রাবাস রয়েছে। কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থীদের জন্য পাঁচটি ছাত্রাবাস যথেষ্ট নয়। বাংলাদেশের প্রায় সকল জেলার শিক্ষার্থী রয়েছে এখানে। শিক্ষার্থীদের আবাসনের অসুবিধায় অনেকেই নিয়মিত ক্লাস করতে পারে না। যার কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বেসরকারি হোস্টেল এবং মেসের ব্যয়ভার বেশি ও অনিরাপদ হওয়ার কারণে অনেকেই মাঝপথে পড়াশোনার ইতি টানছে। তাই শিক্ষার্থীদের চাওয়া চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস সংকট দূর করা হোক। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছাবিহা জামান
শিক্ষার্থী
বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।