চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে বৈজ্ঞানিক সেমিনার

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরিতে নিয়মিত সভা-সেমিনার ও কর্মশালার মাধ্যমে এই বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার বিকল্প নেই।
এরই আলোকে গতকাল চট্টগ্রাম কলেজে বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে রসায়ন বিভাগের এমএসসির (থিসিস) দুই শিক্ষার্থীর থিসিস গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
সেমিনারে রসায়ন বিভাগের শিক্ষার্থী কাজী মো. শাহেদ বিন জাকেরের ‘লাল শাকের নির্যাস (রঙ) কীভাবে পৃথক করে এবং প্রাকৃতিক রঙ হিসেবে ব্যবহার করা যায়’ ও একই বিভাগের শিক্ষার্থী তাসমিনা আফরোজ চৌধুরীর ‘চট্টগ্রামের লোকাল মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বিস্কুট এর গুনগত মান নির্ণয়’ শিরোনামের থিসিস গবেষণার ফলাফল সবার সামনে তুলে ধরা হয়।
কাজী মো. শাহেদ বিন জাকেরের সুপারভাইজার ছিলেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, কো-সুপারভাইজার ছিলেন উৎ. ঝৎববনধংয ঈযধহফৎধ ইযধঃঃধপযধৎলবব। তাসমিনা আফরোজ চৌধুরীর সুপারভাইজার ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম সামছুদ্দিন আজাদ, কো-সুপারভাইজার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণাগার পরিষদ, চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দীপাংকর চক্রবর্তী।
সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, সেমিনার কমিটির আহ্বায়ক ড. রেয়াজুল হক, সেমিনার সদস্য মোহাম্মদ ছাইফুর রহমান এবং সেমিনার সদস্য আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং এমএসসির শিক্ষার্থীবৃন্দ এবং রসায়ন বিভাগের কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসুলের (দ.) আদর্শ অনুসরণেই বিশ্ব মানবতার মুক্তির গ্যারান্টি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল : মোছলেম উদ্দিন