চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতি ফলক উন্মোচন

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনার বাতিঘর। স্বাধীনতা পরবর্তী সময়ে এ দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও সার্ধ শত বর্ষ প্রাচীন চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতি ফলক উন্মোচন করলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম পি। এছাড়াও বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ জিসান আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মফিজুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইমাম ছাদেক,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবু তাহের, আরবী ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল বাসার ভুঁইয়া, ছাত্রলীগ কলেজ ইউনিটের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ ও বিএনসিসি চট্টগ্রাম কলেজ প্লাটুনের ক্যাডেটবৃন্দ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার বক্তব্যে এ অঞ্চলে শিক্ষাক্ষেত্রে সার্ধশতবর্ষ প্রাচীন এই কলেজের অসামান্য অবদানের কথা ব্যক্ত করে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধটেকসই নগর গড়তে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন