চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের প্রতিনিধি সভা

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের এক প্রতিনিধি সভা গতকাল চট্টগ্রাম কলেজ রেডবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ.এম মাহবুব চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সহ সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, নিবেন্দু বিকাশ চৌধুরী, আবদুর রহমান, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, হারুন গফুর ভুঁইয়া, এড. আবু নাসের চৌধুরী, নাসির উদ্দীন শামীম, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, খুরশিদ রোকেয়া, লাবিবা হাকিম, তরুণ রায়, নিজাম উদ্দীন আহমদ, মেজবাহ উদ্দীন লিটন, প্রাণেশ কুমার বড়ুয়া, মো. ইমতিয়াজ আহমদ, নাছির উদ্দীন, অচিন্ত্য কুমার দাশ প্রমুখ।

সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে মহান বিজয় দিবস স্মরণে চট্টগ্রাম কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা কলেজ রেডবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার দায়িত্ব সকলের
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোর অযাচিত বাকযুদ্ধ উত্তাপ ছড়াচ্ছে