চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৩ মে

নানা আয়োজন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে কলেজটির প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (চিটাগং কলেজ এঙ স্টুডেন্ট এ্যালামনাই)। আগামী ১৩ মে (শুক্রবার) দিনব্যাপী নগরের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহম্মেদ।
আয়োজকরা জানান, স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র, প্রীতিভোজসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকছে পুনর্মিলনী অনুষ্ঠানে। পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক কলেজটির প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অন-লাইনে এবং সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ফি হিসেবে জনপ্রতি এক হাজার টাকা ধার্য করা হয়েছে। চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। আর অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যঃঃঢ়://পপৎঁ.ধমধসরবাবহঃ.ড়ৎম লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহম্মেদ বলেন, এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবারো একত্রিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান। এই পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে একটি তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে পুনর্মিলনীর পরে সবার মতামতের ভিত্তিতে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব এসএম আবু তৈয়ব, পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি মহানগর সাংগঠনিক পুনর্গঠন টিমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনকল ওষুধের বাজার প্রতিরোধে কেমিস্টদের ভূমিকা রাখতে হবে