চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের কমিটি গঠন

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন সফলভাবে সম্পন্ন করা ও পরিষদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে গত ২৫ নভেম্বর চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, প্রধান পৃষ্টপোষক সাবেক মেয়র আ..ম নাছির উদ্দীন, সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়কারী জেসমিন সুলতান পারু এবং সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এম মাহবুব চৌধুরী ও মো. লিয়াকত আলী খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যন্যরা হলো : সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ভূইয়া, মোহাম্মদ ইউসুফ সিকদার, এডভোকেট মুজিবুল হক চৌধুরী, এডভোকেট কামরুন নাহার, মোসলেহ উদ্দিন মনছুর, অধ্যাপক ফজলুর রহমান, কাউন্সিলর শহিদুল আলম, ডা. নাসির উদ্দিন মাহমুদ, শামিমা হারুন লুবনা, এডভোকেট আবু নাসের চৌধুরী, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, আশেক রসূল চৌধুরী টিপু, নিবেন্দ্র বিকাশ চৌধুরী, মোঃ শাহজাহান চৌধুরী, মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মেহরাজ তাসিন শফি, আব্দুর রহমান, এন.কে.এম শওকত উসমান, কাজী আবদুল হাই, হারুন গফুর ভূইয়া ও মোঃ ইসমাইল মনু। যুগ্মসম্পাদক জসিম উদ্দিন আহমদ চৌধুরী, একরাম হোসেন, প্রকৌশলী এস.এম শহিদুল আলম, মোঃ হামিদ হোসাইন ও অধ্যাপিকা নিসাত হাসিনা শিরীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ফিরলেন পিটার হাস
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকার ঘোষণা জাফর আলমের