চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ৭৬ ব্যাচের পুনর্মিলনী

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ৭৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ঢাকার বনানীস্থ হোটেল সারিনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন হোটেল সারিনার চেয়ারপার্সন সাবেরা সরওয়ার নীনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিশনাল সেক্রেটারি হাবিবুল কবির চৌধুরী, সাবেরা সরওয়ার নীনা, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ সফিকুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কর্নেল ফোরকান আহমেদ, এডিশনাল সেক্রেটারি মফিজ, এডিশনাল সেক্রেটারি নুরুল কবির, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হানিফ, ডিএমডি শাহজাহান, ডা. ফয়জুল ইসলাম, ডা. ইকবাল, ডা. তোফায়েল, ডা. রনজিত, ডা. নাসিম, টেলিটকের এমডি ইঞ্জিঃ গিয়াস, ইঞ্জিঃ কাউসার, ইঞ্জিঃ মশিউর রহমান, ইঞ্জিঃ অভিজিত, ইঞ্জিঃ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ব্যবসায়ী মনজুর আহমেদ, ব্যবসায়ী আকতার কামাল, ব্যবসায়ী আনোয়ার খান, ক্যাপ্টেন সামসাদ, ক্যাপ্টেন জাহেদ, বার্জারের এমডি রূপালি বড়ুয়া, ব্যাংকার ফারুক মাঈনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানিবন্দি ৫০০ পরিবারে রান্না করা খাবার বিতরণ করলেন আবদুচ ছালাম
পরবর্তী নিবন্ধলায়ন আশরাফুল আলম আরজুকে সংবর্ধনা