কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধনে পাক পূর্ণতা, ভালোবাসায় মুছে যাক শূন্যতা’–এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এসোসিয়েশনের প্রায় ৪০০ সদস্য।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু হয়। কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন প্রোগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মমতাজুল হাসান, সিমি বিশ্বাস, ওমেদ হাসান ও শারমিন সুলতানা টুম্পা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় থিম সং এবং কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এরপর শিক্ষক ও প্রাক্তন ছাত্র–ছাত্রীদের স্মৃতিচারণে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্পোর্টস প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সমাপনী পর্বে রিইউনিয়ন প্রোগ্রাম কমিটির সদস্য সচিব পাই মং উ মারমা ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতায় আজকের আয়োজন সফল হয়েছে। এই বন্ধন অটুট থাকুক– এটাই আমাদের কামনা। শেষে কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।












