চট্টগ্রাম কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ১৫টি বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে অর্থনীতি বিভাগকে হারিয়ে রসায়ন বিভাগ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হয় রসায়ন বিভাগের স্বস্তিকা মল্লিক। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসান তানভীর। বির্তক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শামীমা বেগম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ চট্টগ্রাম কলেজকে মেধাবীদের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজে ইয়োগা দিবসের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া