চট্টগ্রাম কলেজে ছাত্রদলের উপর হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর একটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এদিন চট্টগ্রাম কলেজে শিবিরের কর্মীরা ছাত্রদলের কয়েকজন কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম। তিনি আজাদীকে বলেন, আজকে (রোববার) কলেজে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমরা ২১ ফেব্রুয়ারি কলেজে ফুল দিতে গেলে কয়েকজন শিক্ষার্থী আমাদের বলেন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ আপনারা দলীয় ব্যানারে কেন আসছেন? আমরা বলেছি আমরা সাধারণভাবেই ফুল দিতে আসছি। তখন কয়েকজনকে টার্গেট করে রাখে তারা। এরপর কয়েকজন কর্মী আজকে ক্লাস করতে গেলে পরিকল্পিতভাবে শিবিরের কর্মীরা তাদের কিলঘুষি দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। আমাদের কেউ সেখানে ফর্ম বিতরণ করতে যায়নি।

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, চট্টগ্রাম কলেজে আমাদের কোনো কমিটি নেই। এখানে মূলত শিবিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক হামিম আব্দুল্লাহ জানান, তীব্র ছাত্রগণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বের হতে বাধ্য হয় তারা।

এ ব্যাপারে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের ছেলেরা আমাকে বিচার দিয়েছে তারা লিফলেট বিতরণ করার সময় কিছু ছেলে এসে টানাহেঁচড়া করেছে। যাদের নামে অভিযোগ দিয়েছে আমি তাদের ডেকে জিজ্ঞেস করেছি। তারা বলেছে তাদের বার্ষিক ক্রীড়ায় ওরা (ছাত্রদল) এসে জটলা করছে এবং অভিযুক্তরা বহিরাগত। আমি তাদের সঙ্গে কিছুক্ষণ কাউন্সিলিং করেছি।

উল্লেখ্য, গতবছরের ১ অক্টোবর চট্টগ্রাম কলেজের একাডেমিক কাউন্সিলের সভা থেকে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি নদভীর তিন দিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধপঞ্চম বিয়ে করায় হালিশহরে যুবককে কুপিয়ে হত্যা