চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটা প্রাচীন বিদ্যাপীঠ। জ্ঞানে, কর্মে, সৃজনে, ঐতিহ্যে চট্টগ্রাম কলেজটি আলো ছড়াচ্ছে চট্টগ্রামসহ সারা বাংলাদশে। প্রাকৃতিক সৌন্দর্য ও হাজার হাজার শিক্ষার্থী পদচারণায় কলেজটি থাকে সদা প্রাণবন্ত। কিন্তু তার মাঝেও শিক্ষার্থীরা ভুগছে না সমস্যায়। তার মধ্যে অন্যতম একটি হলো মেডিক্যাল সেন্টার।
চট্টগ্রাম কলেজের মেডিকেল সেন্টারটি স্থাপিত হয় ২০০৪ সালে। মো: শাহাদাত হোসেন পাটোয়ারী প্রথম থেকেই এই মেডিকেল সেন্টারের দায়িত্বে কর্মরত রয়েছেন। ভবনটি অনেক পুরনো হওয়ায় দেয়াল খসে পড়া শুরু করেছে। মেঝের অবস্থাও শোচনীয়। কোনো ওয়াশরুম এর ব্যবস্থা না থাকায় নানান সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা না থাকার কারণে চিকিৎসার পর ওষুধ দিতে পারে না চিকিৎসক। চট্টগ্রাম কলেজের সকল সুযোগ–সুবিধার মধ্যে এই মেডিকেল সেন্টারের গুরুত্বও অনেক। কিন্তু দুঃখের বিষয় হলো, কলেজ কর্তৃপক্ষের এতে কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অংশে কোনো গাফিলতি চায় না কলেজের শিক্ষার্থীরা। তাই চট্টগ্রাম কলেজের এই মেডিকেল সেন্টারের সংস্কার চাই।
ইসরাত জাহান
শিক্ষার্থী, প্রথম বর্ষ, বাংলা বিভাগ
চট্টগ্রাম কলেজ।