চট্টগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের বার্ষিক μীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে কলেজ মাঠে গতকাল ৬ মার্চ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মো. দৌলতুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সুভাষ কান্তি নাথ এবং কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশটি ইভেন্টে পাঁচশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে চার গাড়ি জব্দ
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে কোয়ালিটির জয়