চট্টগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র্যালির পর কলেজের অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠানের এক আলোচনা সভা শুরু হয়। দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শিক্ষার্থীরা মেতে ওঠেন স্মৃতিময় ছবি তুলতে। আড্ডায় আড্ডায় নিজেদের স্মৃতি গুলো তুলে ধরছেন। বিদায়ের দিনে তাদের চোখে ছিল রঙিন স্বপ্নের সাথে আবেগ আর বিষাদের ছায়া। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–অধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন সহযোগী অধ্যাপক জেসমিন ফাতেমা চৌধুরী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বলেন, কলেজ ক্যাম্পাসজুড়ে আমাদের অনেক স্মৃতি। হাসি–কান্না, ক্লাসরুমের আড্ডা, ক্লাস শেষ একসাথে বাড়ি ফেরা। শিক্ষকদের কারণে আজকে আমরা অনেক এগিয়ে গেছি। ওনাদের প্রতিটি পরামর্শ আমাদের জীবনে চলার পথে আলোর সাথী হবে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ক্যাম্পাসে আমাদের সন্তান হিসেবে ছিলে। তোমাদের স্বার্থের জন্য অনেক সময় শাসন করেছি। আজ তোমরা অনেকদূর এগিয়ে গেছ। কর্মজীবনে তোমরা অনেক সফল হবে এবং কলেজের সুনাম ধরে রাখবে বলে বিশ্বাস করি। তোমরা সফল হলে আমরা সবচেয়ে বেশি খুশি হবো। তোমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হউক। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর নাহিদা আকতার, সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ এমরান উদ্দিন, সহকারী অধ্যাপক কাজী নাজমুন নাহার, প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক মোহাম্মদ ইলিয়াস, প্রভাষক মোহাম্মদ আবদুর রহিম ও প্রভাষক ইফতেখারুল ইসলাম প্রমুখ।