চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রাম কলেজিয়েটস্ এর ঈদ পুর্নমিলনী–২০২৫ জমকালো আয়োজনে গত ১১ সেপ্টেম্বর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া ও সদস্য সচিব নজরুল ইসলাম। উদ্বোধনী পর্বে এডভোকেট এহতেশামুল ইসলাম রিশতার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, সিনিয়র সহসভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইন, আশরাফুল আনোয়ার হিরন, আ.ন.ম ওয়াহিদ দুলাল।
বক্তারা বলেন, স্কুল জীবনের আনন্দ মানুষের জীবনের সব থেকে সুন্দরতম অতীত। মানুষ সবসময় সে সুন্দর অতীতে ফিরে যেতে চায়, পুরনো বন্ধুদের ফিরে পেতে চায়। আগামীর অতীতকে সুন্দর করতে হলে বর্তমানকে সুন্দরভাবে উপভোগ করতে হবে।
এ সময় কলেজিয়েট স্কুলের প্রয়াত সতীর্থ ও শিক্ষকদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। কলেজিয়েটদের ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় রাখতে আগামীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর উৎযাপন অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে কলেজিয়েটসদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, গান, আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমর বড়ুয়া। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৫৭ সাল থেকে আজ অবধি বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, নুরুল আমিন খান, এরাদাত উল্লাহ, ফরিদুল আলম, ফজলুল হক, জাহাঙ্গীর মিয়া, গোলাম মহিউদ্দিন মুকুল, প্রকৌশলী কামরুল ইসলাম, রিয়াজ ইউসুফ পারভেজ, আশীষ বড়ুয়া, আজগর হাসান চৌধুরী, আলমগীর আলম, মোহাম্মদ রিদুয়ানুল হক, সহীদ নঈম, ডা. তোহা, রেজা মোহাম্মদ হক, প্রফেসর সাহেদুল কবির, বাহউদ্দিন জুয়েল, ডা. মাজেদ সুলতান, রাজিউর রহমান বিতান, গোফরান উদ্দিন টিটু, সুমন চক্রবর্তী, মো. সাদেক, এড. মো. হারুন, মফিজ উদ্দিন জাহেদ, এড. আরিফ উদ্দিন, জাহেদুল আলম মজুমদার, নাজমুল সুমন, তুহিন কান্তি শীল, জিয়া উদ্দিন, দ্বৈপায়ন পাল, মুসাব্বির বাধন, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












