চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া উৎসব কমিটির উদ্যোগে ফুটবল উৎসব গতকাল শুক্রবার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে যমুনা ও কর্ণফুলী টিম। বার্ষিক ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক সনজয় আচার্য্যরে সভাপতিত্বে ও সদস্যসচিব রিংকু দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি এড. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এড. সোলেমান, মো. আবুল কালাম, সরোয়ার আলম ভূঁইয়া শিমুল, মিরসরাই সমিতির সাবেক সভাপতি মো. আবু তাহের, সমিতির সহ–সভাপতি এড. এহেতেসামুল আলম চৌধুরী পাপ্পু, সম্পদ রঞ্জন বসাক এফ.সি.এ, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি, সিনিয়র আইনজীবী নুরুল আলম, কার্যকরি কমিটির লাইব্রেরি ও তথ্য সম্পাদক কুতুবউদ্দিন, কার্যকরী সদস্য ইউসুফ, ছাইদুল হক মজুমদার, এড. অসিত দত্ত প্রমুখ। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ৩–২ গোলে যমুনা টিম জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে মেঘনা টিম ৪–৩ গোলে পদ্মা টিমকে পরাজিত করে। উভয় পর্বে ভাষ্যকারের দায়িত্ব পালন করে কর আইনজীবী তৌহিদুল ইসলাম। প্রথম পর্বের রেফারি দায়িত্ব পালন করেন আবু নছর, ২য় পর্বে মো. দেলোয়ার রাসেল রেফারির দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের অংশগ্রহণে উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও মনোশক্তি বৃদ্ধি পায়। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নাই। এর মাধ্যমে সমিতির অগ্রযাত্রা এগিয়ে নেওয়া আমাদের সকলের কর্তব্য। প্রধান বক্তা সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান বলেন, এই ফুটবল ম্যাচটি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পূরোনা ঐহিত্য। সমিতির ভ্রাতৃত্ববন্ধন গড়ে তোলার এটি একটি অন্যতম প্ল্যাটফরম।