চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি নগরীর একটি কমিউনিট সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কর আপীল ও অব্যাহতির সদস্য মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল ১ চট্টগ্রামের কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার,কর অঞ্চল ৩ চট্টগ্রামের কমিশনার ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ মামুন, কর আপীল অঞ্চল চট্টগ্রামের কমিশনার (আপীল) শহীদুল ইসলাম,কর অঞ্চল ২ চট্টগ্রামের কমিশনার ড. মো. শামসুল আরেফিন, কর কমিশনার আসমা দিনা গণি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাড.এস.এম. বজলুর রশিদ মিন্টু, নিতাই চন্দ্র দাশ। সরওয়ার আলম চৌধুরী শিমুল ও মিলি চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ ইফতেখার। বক্তব্য রাখেন জামাল উদ্দীন, জয়নাল আবেদীন।উপস্থিত ছিলেন অ্যাড..এম. মাহবুব উদ্দীন, অ্যাড. মুজিবুল হক, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাড. কফিল উদ্দীন চৌধুরী প্রমুখ।সভায় পেশাগত জীবনে ৫০ বছর পূর্তি উদযাপনে ২ জন এবং ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, কর আইনজীবীরা দেশের রাজস্ব খাতে বড় অবদান রেখে চলেছে। তিনি কর আইনজীবীদের পেশাগত উন্নয়ন সাধন,আইনগত সহায়তা ও সামগ্রিক অগ্রগতি সাধনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৫ ইউনিভার্সিটির অংশগ্রহণে প্রিমিয়ারে হচ্ছে আইটি ফেস্ট
পরবর্তী নিবন্ধডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন