চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে দু’দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় যমুনা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী দল। খেলায় এইচ এম মোরশেদ ম্যান অব দ্য ম্যাচ এবং হাসান আল বান্না রাসেল ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। ক্রীড়া উপ কমিটির আহবায়ক আনোয়ার আজিম চৌধুরী ও সদস্য সচিব মো. সরওয়ার আলম ভূঁইয়া শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস ফুটবল সম্পাদক মোহা. শাহজাহান, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। এসময় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ কর্ণফুলীর টিম ম্যানেজার চৌধুরী খালিদ বিন সারওয়ার জনি ও যমুনার টিম ম্যানেজার মো. আবুল কালামসহ বিপুল সংখ্যক কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।