চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান গত ৬ মে সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং সহসভাপতি অ্যাডভোকেট মো. ইমাম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সভা উদ্বোধন ঘোষণা করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল)। সভার প্রধান অতিথি তাঁর বক্তব্যে ট্যাক্স কাউন্সিল প্রতিষ্ঠার জন্য সম্ভব সবকিছু করার আশ্বাস দেন এবং নব– নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান বক্তা রমিজ উদ্দিন আহমেদ কর পেশার সার্বিক সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সম্ভব সব কিছু করার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নব–নির্বাচিত কমিটি তাদের দায়িত্ব সম্পাদনকালে কোন সমস্যার সম্মুখীন হলে তার তড়িৎ সমাধানের আশ্বাস দেন। কর ভবন প্রতিষ্ঠার বিষয়ে তাঁর কোন সহযোগিতার প্রয়োজন হলে তিনি তা যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। বক্তব্য দেন, বিশেষ অতিথি মো. মঞ্জুর আলম, কর কমিশনার–০৩, চট্টগ্রাম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার (মেজবাহ), সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ মুছা, মোস্তফা কামাল মনসুর অ্যাডভোকেট, মো. ওমর ফারুক অ্যাডভোকেট, প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান অ্যাডভোকেট প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।