চট্টগ্রাম কমার্স কলেজ, সিটি কলেজ এবং পটিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রামের এই তিনটি সরকারি কলেজ গত বেশ কিছুদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত হচ্ছিল। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের (সরকারি কলেজ–২) এর উপ–সচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সংযুক্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, সরকারি কর্মাস কলেজে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে সংযুক্ত ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর এবং পটিয়া সরকারি কলেজে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে সংযুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলমকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্তকে বদলি করে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদকে। তার দুই দিনের মাথায় নতুন আরেকটি প্রজ্ঞাপনে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় অধ্যাপক জসিম উদ্দীন আহমেদকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদ শূন্য ছিল সরকারি কর্মাস কলেজ ও পটিয়া সরকারি কলেজে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছিল সরকারি এই দুই কলেজ।