চট্টগ্রাম–কক্সবাজার রেল রুটে প্রতিদিন ভোরবেলায় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এবং সন্ধ্যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী এক জোড়া নতুন ট্রেন পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেল সচিব ও মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ।
গত বৃহস্পতিবার স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–দোহাজারী–কক্সবার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর আলম, সদস্য মো. লিয়াকত আলী, মো. আরিফ খান প্রমুখ।
চট্টগ্রাম–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহম্মাদ আবু সাঈদ তালুকদার খোকন জানান, আমরা হাজারো যাত্রীদের দাবি ও দুর্ভোগের কথা বিবেচনা করে এ স্মারকলিপি দিয়েছি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ দাবির বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।