চট্টগ্রাম–কক্সবাজার রেল সার্ভিসে সর্বসাধারণের জন্য রেল সেবা উন্মুক্ত করতে হবে, শুধু ঢাকা শহরের মানুষদেরকে সমুদ্র দেখালে হবে না। তার পাশাপাশি সাধারণ জনগণ যেন রেল ব্যবহার করে কম সময়ে ও কম টাকাতে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং চাকরিজীবীরা যেন দ্রুত কর্মস্থলে যাওয়া আসা করতে পারে তা নিশ্চিত করতে হবে। রেল যেন জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে তা নিয়ে ভাবতে হবে। তারজন্য দ্রুত চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত লোকাল ট্রেন চালু করার জোর দাবী জানাই। এক সময় শত শত মানুষ দূর দূরান্ত হতে প্রতিদিন রেলে করে চট্টগ্রাম শহরে এসে চাকরি করে আবার গ্রামে ফিরে যেত, এখন যোগাযোগের কারণে সবাইকে শহরে থাকতে হচ্ছে, তাতে মানুষের টাকার অপচয় হচ্ছে এবং শহরে যানজট বেড়েই চলছে। দক্ষিণ চট্টগ্রামে প্রচুর সবজি উৎপাদন হয়, আবার চকরিয়া মাছ ও কক্সবাজার লবণ উৎপাদনের জন্য বিখ্যাত। তাদেরকে যেন রেল নেটওয়ার্কে সংযুক্ত করা যায় তা নিয়ে ভাবতে হবে। রেলে করে কৃষক যদি তার উৎপাদিত পণ্য কম টাকায় সহজে বহন করতে পারে তার সুফল বাজারে সবাই পাবে, সিন্ডিকেট ভাঙা সহজ হবে। আমরা মনে করি এই অন্তবর্তীকালীন সরকার সবকিছুর উর্ধ্বে উঠে আপামর জনসাধারণের কথা বিবেচনা করে পুরো বাংলাদেশের রেল নেটওয়ার্ককে আধুনিক ও যুগোপযোগী করতে দৃশ্যমান উদ্যোগ নেবেন।
মো: কাউসার ফারুক
বোয়ালখালী, চট্টগ্রাম।