চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৭০৫ ইয়াবা জব্দ করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভংস্থ বনবিভাগের চেকপোস্টের সামনে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে এই অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়ারঘাট মুছার খোলা রিজার্ভ এলাকার মৃত চিংহ্লা প্রু চাকমার ছেলে উমং থাইং চাকমা (৪৫) ও তাঁর স্ত্রী লাকী চাকমা (২৮)।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।