সাম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেল, অটো, বিভিন্ন ধরনের ছোট যানবাহন, ট্রাক ও বাস দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু ও আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। এই দুর্ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে মূল কারণ হলো চালকদের ট্রাফিক নিয়ম–কানুন না মানা, সড়কের শোচনীয় অবস্থা, বহু স্থানে রাস্তা ছোট ও ঝ্ুকিপূর্ণ বাক। এছাড়াও একাংশ চালকের বেপরোয়া গাড়ি চালানো এবং মদ, ড্রাগন্স ইত্যাদি সেবন। লাইসেন্স ছাড়া ও ভুয়ো লাইসেন্স সংগ্রহ করে গাড়ি চালানো ইত্যাদি কারণেও দুর্ঘটনা সংঘটিত হয়। আবার, কখনও গাড়ির ফিটনেস না থাকা সত্ত্বেও গাড়ি রাস্তায় নামানোর ফলেও দুর্ঘটনা ঘটে থাকে। চালকদের লাইসেন্স প্রদানের ব্যাপারে অনভিজ্ঞ ও কমবয়স্ক চালকদের লাইসেন্স প্রদান না করা উচিত। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে আইন প্রয়োগের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেয় না। সরকারের উচিত অতিসত্ত্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ছয়লেনে উন্নিত করে সড়ক দুর্ঘটনা থেকে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া।
শওকত এয়াকুব
চকবাজার, চট্টগ্রাম।