চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁক চিহ্নিত

এর তিনটিই লোহাগাড়ায়, পরিদর্শন করে লাল পতাকা স্থাপন করে দিলেন কর্মকর্তারা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়ককে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে বিআরটিএসড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁক চিহ্নিত করা হয়েছে। এসব বাঁকে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য তাৎক্ষণিক লাল পতাকা স্থাপন করা হয়।

গত ২০ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিআরটিএ চট্টগ্রাম ও কক্সবাজার সার্কেল, সড়ক বিভাগ চট্টগ্রাম ও কক্সবাজার এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম উক্ত মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তারা চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৬টি বাঁকে চালকরা যাতে সর্বোচ্চ সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে সেই জন্য ৬টি বাঁকে লাল পতাকা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো হলো যথাক্রমে লোহাগাড়াচুনতির জাঙ্গালিয়া বাঁক, লোহাগাড়াচুনতির হাজিরটেক বাঁক, লোহাগাড়াচুনতির মিঠাইর দোকান সংলগ্ন বাঁক, চন্দনাইশের বাগিচার হাট বাঁক, পটিয়ার আজমুর হাট বাঁক ও পটিয়ার ফুলকলি থেকে গৈড়ালার টেক বাঁক।

উল্লেখিত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল২ এর মোটরযান পরিদর্শক মো. রেজওয়ান শাহ, পটিয়া সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ, কক্সবাজার সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাহাত আলমসহ পটিয়া ও দোহাজারী হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধইমিগ্রেশন কোর্টের নির্দেশ অমান্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশির জরিমানা ২২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমার্কিন দূতাবাসের সহযোগিতায় কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ