জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার উদ্যোগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার
চট্টগ্রাম–কঙবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার সভাপতি ডেপুটি এটর্নী জেনারেল অ্যাড. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল মোমেন চৌধুরী, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, প্রফেসর মো. মুসা খান, সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিজান, অ্যাড. নাজিম উদ্দিন, এসএম ফরিদ, আব্দুল আওয়াল জাহেদ, অ্য্যাড. সাজ্জাদ হোসেন, মো. শাহজাহান মন্টু, মো. ইসমাঈল, মহসিন মিয়া, রুবেল হোসেন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। চট্টগ্রাম–কঙবজার সড়কটি অপ্রশস্ত হওয়ার কারণে কঙবাজারের পর্যটন খ্যাত এ সম্ভাবনা থাকার পরও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়নি। দেশের জাতীয় রাজস্ব আয়ের শতকরা ৮০ ভাগ চট্টগ্রাম যোগান দিয়ে আসছে। কিন্তু সে হিসেবে বৃহত্তর চট্টগ্রামের জন্য কোন উন্নয়ন আজ পর্যন্ত হয়নি। আসন্ন জাতীয় বাজেটে চট্টগ্রাম–কক্সবাজার সড়কটি ৬ লেনে উন্নীতকরণের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়ে বক্তারা অবিলম্বে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম–কঙবাজার সড়ক সমপ্রসারণের কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন থেকে আগামী ১৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম আগমনের সময় চট্টগ্রাম–কঙবাজার সড়ক ৬ লেনে উন্নীত করণের ঘোষণা দাবি জানানো হয়। অন্যথায় আগামী ২৫ মে রোববার চট্টগ্রাম–কক্সবাজার সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।