চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট, ভোগান্তি

নির্মাণাধীন কালভার্টে আটকে গেল সিমেন্ট বোঝাই ট্রাক

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বাদামতল এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের স্থানে সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টাকালে একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালভার্টে আটকে পড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর কক্সবাজারমুখী ট্রাকটি কালভার্টের উপর আটকে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ৪ থেকে ৫ কিলোমিটার বিস্তৃত হয় বলে জানায় স্থানীয়রা।

জানা যায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের প্রশস্ততা বৃদ্ধির লক্ষ্যে চন্দনাইশ অংশের ৬টি পুরাতন, সরু ও ঝুকিপূর্ণ কালভার্ট ৩৬ ফুট প্রশস্তায় উন্নীতকরণের লক্ষ্যে নতুন করে নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। এরই অংশ হিসেবে চন্দনাইশ অংশের বাদামতল নগরপাড়া এলাকায় নির্মিতব্য কালভার্টের একপাশে ইতিমধ্যে ১৮ ফুট নির্মাণ কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি ওই কালর্ভাটের বাকি ১৮ ফুটের ঢালাই দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল। ঘটনার দিন গতকাল শুক্রবার সন্ধ্যার পরপর কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই ট্রাকটি সিগন্যাল না মেনে অর্ধনির্মিত কালর্ভাটটি পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকের পেছনের চাকা ঢালাইয়ের প্রস্তুতি নেয়া অংশে পড়ে গেলে কালভার্টের উপর ট্রাকটি আটকে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এসময় দীর্ঘ যানজটে পড়ে দূরদূরান্তের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। এক পর্যায়ে শত শত যানবাহন বিকল্প সড়ক হিসেবে গাছবাড়িয়াবরকলআনোয়ারা সড়ক ব্যবহার করে গন্তব্য স্থানে যেতে দেখা যায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া ট্রাক থেকে সিমেন্টের বস্তা আনলোড শেষে রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি উদ্ধার করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সওজের উপসহকারী প্রকৌশলী মো. দিদারুল ইসলাম জানান, সিগন্যাল না মানায় নির্মাণাধীন কালভার্টের একপাশে ট্রাকটির পেছনের চাকা ধেবে পড়ে যাওয়াতে ট্রাকটি কালর্ভাটের উপর আটকে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর পুলিশ পাঠানো হয় এবং আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া জব্দ, আটক ১০
পরবর্তী নিবন্ধঅনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ১০ বছর সৌদি প্রবেশ নিষেধ