চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে একদল আন্দোলনকারী। তারা গত বুধবার ‘আমরা ১১ জন (নিহত)’ এর ব্যানারে কাফনের কাপড় পরিধান করে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে প্রধান উপদেষ্টা বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের হাতে তুলে দেন।
আন্দালনকারীদের প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল জানান, গত ১ এপ্রিল লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের অবয়ব ধারণ করে তারা কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন। যাত্রাপথে তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। তিনি জানান, এই সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাড়ি চট্টগ্রামে। সুতরাং গুরুত্ব বিবেচনায় এই সড়কটি ছয় লেনে রূপান্তর করতে তিনি উদ্যোগ নেবেন এই আশা করেন তারা। এছাড়া এই সড়ক দিয়ে কক্সবাজার থেকে পরিবহন করা লবণ গাড়ি চলাচল বন্ধের দাবিও জানান তারা।
উল্লেখ্য, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ঈদুল ফিতরের প্রথম তিনদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।