চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সড়কের পাশ দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ দোকানিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খবর বাসসের। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, মহাসড়কের রাস্তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৬ দোকানের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জামায়াতের মিছিল
পরবর্তী নিবন্ধআলমগীর খানকা শরীফের খাদেম মাহমুদুর রহমানের ইন্তেকাল