চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রামদক্ষিণাঞ্চলকক্সবাজারবান্দরবান জেলা সড়ক পরিবহন মালিকশ্রমিক ঐক্য পরিষদ। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বহদ্দারহাটস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় পরিষদের যুগ্ম আহ্বায়ক রফিকুল হুদার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে প্রশাসনিক নিয়মনীতিকে তোয়াক্কা না করেই অবৈধ ও অনিয়মিত গাড়ি অবাধে চলাচল করছে। এতে বৈধ গাড়ির মালিকেরা ব্যবসায়িক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু শ্রমিক যেমন বেকার হচ্ছে তেমনি অনেক মালিক সর্বস্বান্ত হয়ে পরিবহন ব্যবসা গুটিয়ে ফেলছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হলেও কার্যত এখনো কোন পদক্ষেপ গ্রহন না করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। আলোচনায় অংশ নেন ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী মো: মহিউদ্দিন চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক কফিল উদ্দিন, শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুছ কোম্পানী, হারুনুর রশিদ, আবেদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকৃষি ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের মমতার সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধবাঁশখালী ও রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল ১০ বসতঘর