সড়কে শৃঙ্খলা আনয়ন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম–কক্সবাজার–টেকনাফ–বান্দরবান সড়ক ও উপ–সড়কে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম–দক্ষিণাঞ্চল–কক্সবাজার–বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল এ উপলক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম– দক্ষিণাঞ্চল– কক্সবাজার–বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুছা এ প্রসঙ্গে আজাদীকে জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনয়ন, বিআরটিএর অনুমোদন ব্যতীত বাস চট্টগ্রাম– কক্সবাজার–টেকনাফ রোডে চলাচল নিষিদ্ধকরণ, সড়ক মহাসড়ক উপ সড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারি রিকশা, টমটম অবৈধ থ্রি হুইলার সিএনজি চলাচল নিষিদ্ধ করা, হাইওয়ের আইন মোতাবেক রাস্তার উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা হাট–বাজার সরিয়ে নেয়া, চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন, রিকুইজিশান বাণিজ্য বন্ধ করার দাবিতে আগামী ১৮ অক্টোবর বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোহাম্মদ মুছার সভাপতিত্বে গতকাল ১৫ অক্টোবর ১১টায় কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার একটি রেস্তোরাঁয় কার্য নির্বাহী কমিটির ওই সভায় ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সদস্য সচিব মো. মহিউদ্দিন চৌধুরী সহ নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।