ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে উপকূলীয় অঞ্চলের আরো দুইটি বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ব্যাপারে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে কক্সবাজার এবং বরিশাল বিমানবন্দরেও বিমান উঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে তিনটি বিমানবন্দরের ব্যাপারে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও সূত্র জানিয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গতকাল সোমবার বিকেল তিনটা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকার সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির উপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। একই সাথে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।