চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের কথা বলা হয়। তাদের মধ্যে কাউকে বিভিন্ন মন্ত্রণালয়ে আবার কাউকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জান ২০২২ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তৎকালীন জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের স্থলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আর মো. মমিনুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক করা হয়। আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গতকাল পর্যন্ত ১ বছর ৮ মাস ২৭ দিন চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গতকাল রাত পর্যন্ত তার স্থলে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে কাউকে পদায়ন করা হয়নি।