চট্টগ্রাম মহানগরী, হাটহাজারী এবং ফেনী সদর এলাকায় পৃথক চারটি সফল অভিযান চালিয়ে মাদক, নাশকতা, হত্যা চেষ্টা ও দস্যুতা মামলার চার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৯ এবং ২০ এপ্রিল পরিচালিত এই অভিযানগুলো গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন- মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. হেলাল উদ্দিন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. খোরশেদ আলম, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আনিস এবং দস্যুতা মামলার এজাহারনামীয় আসামি মোক্তার ওরফে মিষ্টার।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে গত ১৯ এপ্রিল দুপুর ১২টা ৪০ মিনিটে র্যাব-৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মো. হেলাল উদ্দিন (৩০) কে গ্রেফতার করে। সে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিল।
ওই দিন রাত ৯টা ৩০ মিনিটে পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. খোরশেদ আলম (৩৫) কে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ।
২০ এপ্রিল (রবিবার) ভোর ৪টায় হাটহাজারী থানাধীন রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক মোহাম্মদ আনিস (৪৫) কে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে রয়েছে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ।
অপরদিকে একই দিন রাত ২টা ৩০ মিনিটে ফেনী সদর মডেল থানাধীন স্টার লাইন বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোক্তার ওরফে মিষ্টার (২৫) কে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৮ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় দস্যুতার অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামিই তাদের অপরাধে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।