চট্টগ্রাম ও কক্সবাজারসহ ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামসহ ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

প্রত্যাহার হওয়াদের তালিকায় চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গিয়াস গ্রুপের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ, আহত ১৫
পরবর্তী নিবন্ধসাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুলসহ ৭৯ জনকে আসামি করে মামলা