চট্টগ্রাম ওয়াসায় ১৩ জনের পদোন্নতি

সিলেকশন বোর্ডের সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:১৭ পূর্বাহ্ণ

অভিযুক্ত দুইজনকে বাদ দিয়ে অবশিষ্ট ১৩জনকে পদোন্নতি দিয়েছে চট্টগ্রাম ওয়াসার সিলেকশন বোর্ড। গতকাল চট্টগ্রাম ওয়াসার পদোন্নতির জন্য উচ্চতর সিলেকশন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতির অভিযোগে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ও জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগে উপ সচিব পদে পদোন্নতি দেয়া হয়নি। সিলেকশন বোর্ডের সভায় পদোন্নতি পেয়েছেন প্রধান প্রকৌশলী পদে মাকসুদ আলম। তিনি এতদিন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পালন করে আসছেন। পদোন্নতি পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে মাহবুব উল আলম। তিনিও এতদিন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনজন নির্বাহী প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী, ৬জন প্ল্যাম্বিং মিস্ত্রি ও ২জন অফিস তত্ত্বাবধায়ক পদোন্নতি পেয়েছেন।
অত্যন্ত গোপনীয়তায় চট্টগ্রাম ওয়াসার এই পদোন্নতির সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ওয়াসা কার্যালয়ে পদোন্নতির উচ্চতর সিলেশকন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পানি সরবরাহ অধিশাখা) মো. খাইরুল ইসলাম উচ্চতর সিলেশন বোর্ডে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও চট্টগ্রাম ওয়াসার এমডি, ডিএমডি ও সচিব সহ উর্ধতন কর্মকর্তারা বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতির তালিকায় থাকা উপ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন এতদিন ভারপ্রাপ্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে সিলেকশন বোর্ডের কাছে সরাসরি লিখিত অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দুল হক। এছাড়াও তার বিরুদ্ধে অডিট আপত্তি রয়েছে।
এদিকে উপ সচিব হিসেবে পদোন্নতির তালিকায় থাকা সহকারী সচিব নাজিম উদ্দিন এতদিন ভারপ্রাপ্ত উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ করেছেন এস্টেট অফিসার আনোয়ারুল আজিম। অভিযোগে জানা যায়, নাজিম উদ্দিন থেকে আনোয়ারুল আজিম ১০ বছরের সিনিয়র। তাকে ডিঙ্গিয়ে জুনিয়রকে পদোন্নতি দেয়ার জন্য তোরজোর শুরু করলে তিনি সিলেকশন বোর্ডসহ ওয়াসার বোর্ড চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের কাছে অভিযোগের অনুলিপি প্রেরণ করেন।
এরকম অভিযোগের অনুলিপি চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য সাংবাদিক মহসীন কাজী পেয়েছেন বলে আজাদীর কাছে স্বীকার করেছেন। এছাড়াও পদোন্নতির জন্য নির্বাচিত তিনজন নির্বাহী প্রকৌশলীর মধ্যে জেষ্ঠতা লঙ্ঘন করে দুইজনকে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিকার চাওয়া ব্যক্তিই মামলায় প্রধান আসামি
পরবর্তী নিবন্ধবিপিসির নতুন চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক