চট্টগ্রাম থেকে চতুর্থ আন্তর্জাতিক রুট হিসেবে ওমানের সাথে ফ্লাইট চলাচল গতকাল থেকে শুরু হয়েছে। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ক্রমে বাড়ছে। আগামী দিনকয়েকের মধ্যে সৌদি আরবের সাথেও ফ্লাইট চলাচল শুরুর প্রক্রিয়া চলছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চতুর্থ আন্তর্জাতিক গন্তব্য হিসেবে মাস্কাট রুটে ফ্লাইট চালু করেছে সালাম এয়ার। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার–ই–জামান গতকাল দৈনিক আজাদীর সাথে আলাপকালে বলেন, দুবাই, আবুধাবি, শারজাহ’র পর মাস্কাটের ফ্লাইট চালু হয়েছে। বিকেল ৪টা ৫ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। ৫টা ৬ মিনিটে ক্রু ও যাত্রী মিলে ১৭১ জনকে নিয়ে ফ্লাইটটি মাস্কাট রওনা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট চালুর পর চট্টগ্রাম–মদিনা রুটে ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া চালাচ্ছে বলে বিমানের একজন কর্মকর্তা জানান।
সালাম এয়ারের বিমানবন্দর ব্যবস্থাপক (বাংলাদেশ) ইশতিয়াক হাফিজ চট্টগ্রাম–মাস্কাট রুটে সালামএয়ার সপ্তাহের সোমবার ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করছে বলে জানান। তিনি গতকাল (শুক্রবার) করোনার পর চট্টগ্রামে প্রথম ফ্লাইট অপারেট হলো বলেও জানান। ২০১৯ সালের ৭ অক্টোবর ওমান ভিত্তিক সালাম এয়ার’ চট্টগ্রাম–মাস্কাট রুটে ফ্লাইট চালু করেছিল।