চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক নগরী। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান একই সাথে সম্প্রীতিময় পরিবেশে বসবাস করেন এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় অধিকার ভোগ করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দেলনে সকল ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ত্যাগ ও অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই ভিত্তিকে সমুন্নত রাখতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন কোনো দুরুহ ব্যাপার নয়। তিনি গতকাল শনিবার আলকরণস্থ একটি কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গোপূজা উপলক্ষ্যে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ব্যক্তিগত উদ্যোগে শাড়ি, লুঙ্গি, আর্থিক অনুদান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও অনিন্দ দেবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, লুৎফুন্নেছা দোভাষ বেবী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষক শাহাদাত হোসেন, আব্দুল মাবুদ, মো. তারেক সর্দার, অ্যাড. প্রদীপ কুমার দাশ, রাজীব নন্দী বাবু, মিন্টু দাশ, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, হুমায়ুন মোর্শেদ শাকিল, তারাপদ দাশ, তানভীর আহমেদ, ইয়াসিন আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।