চট্টগ্রাম এসেছে দ্বাদশ সংসদের নির্বাচনী সামগ্রী

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে। সংবিধানের নিয়ম অনুযায়ী চলতি মাসের গত ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। এ লক্ষ্যেই সকল ধরনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ঢাকা নির্বাচন কমিশন থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেয়া হচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ণ ফরমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। গতকাল সন্ধ্যায় পুলিশ পাহারায় চট্টগ্রাম এসে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ণ ফরমসহ সকল নির্বাচনী সামগ্রী। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের এক অফিস কর্মকর্তার তত্ত্বাবধানে এসব নির্বাচনী সামগ্রী চট্টগ্রাম এসে পৌঁছে।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক আজাদীকে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। নির্বাচনকে ঘিরে অনেক কাজ। সব কাজই চলছে। প্রতিটি সংসদীয় আসনের ভোট কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত করে কমিশনে পাঠিয়েছি। আসন ভিত্তিক স্বচ্ছ ব্যালট বক্স আমাদের কাছে মজুদ আছে। আসন ভিত্তিক ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ধাপে ধাপে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ভোট কেন্দ্র ও ভোট কক্ষ। চূড়ান্ত করা হয়েছে সংসদীয় আসন অনুযায়ী ভোটার তালিকাও। ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র ও বুথের হিসেব অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে চলে এসেছে স্বচ্ছ ব্যালট বক্স। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী আবুল খায়ের আজাদীকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন ফরমসহ নির্বাচনী মনিহারী সামগ্রী শনিবার পুলিশ প্রহরায় চট্টগ্রাম এসেছে। নির্বাচন কমিশন থেকে সারাদেশে জেলা অনুয়ায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমসহ সকল নির্বাচনী সামগ্রী দেয়া হচ্ছে। শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া। আমাদের চট্টগ্রাম জেলার নির্বাচনী সামগ্রী শনিবার দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার ইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ১১ অথবা ১২ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করতে পারেন। তফসিল ঘোষণার পর আসন অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মাঝে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হবে মনোনয়ন ফরম। এই ধরনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে গিয়ে চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস কর্মকর্তার এখন সকাল থেকে রাত পর্যন্ত বেশ সরগরম। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রতিটি বুথে একটি করে স্বচ্ছ ব্যালট বক্স লাগবে এবং প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বক্স থাকবে। সেই হিসেবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৬ হাজার ৪৪০টি স্বচ্ছ ব্যালট বক্স লাগবে। কিন্তু চট্টগ্রাম নির্বাচন অফিসে এর থেকেও বেশি স্বচ্ছ ব্যালট বক্স মজুদ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলোচনায় যায়নি বিএনপি, পরে চাইলেও রাজি ইসি
পরবর্তী নিবন্ধট্রেন যেতে প্রস্তুত কালুরঘাট সেতু