চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ব্যবস্থাপনার দায়িত্বে ইবিএল

সিডিএর সাথে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এর টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সিডিএ ইস্টার্ন ব্যাংকের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহ ও জমা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। চট্টগ্রামের পরিবহণ অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকীকরণে এই পার্টনারশিপ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

গতকাল সোমবার নগরীর হোটেল আগ্রাবাদে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।

পার্টনারশিপ চুক্তির অধীনে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল সক্রিয় টোলবুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি করা ছাড়াও সংগৃহীত অর্থ সিডিএ কর্তৃক নির্ধারিত ইবিএল একাউন্টে জমা করার দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক। এর ফলে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন্স দক্ষতা বৃদ্ধি পাবে।

ইস্টার্ন ব্যাংক টোল সংগ্রহে গতিশীলতা আনতে আধুনিক ডিজিটাল সমাধানের ব্যবহার করবে। এক্সপ্রেসওয়েটি ব্যবহারকারী যাত্রীদের চাহিদা বিবেচনা করে এবং টোল সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা আনতে ইবিএল সিডিএর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সমাধান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে যানজট হ্রাস পাবে এবং সার্বিক টোল ব্যবস্থাপনায় সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের ফলে আমাদের টোল ব্যবস্থাপনা সিস্টেম অধিক কার্যকরী হবে। টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, আমাদের ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে টোল সংগ্রহে শৃংখলা নিশ্চিতে সিডিএ’কে সহায়তা করতে পারাটা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ বলে মনে করি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ’র প্রকল্প প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সেক্রেটারি রবীন্দ্র চাকমা, ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, আঞ্চলিক শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদ, কর্পোরেট ব্যবসাচট্টগ্রাম প্রধান সঞ্জয় দাসসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার ও রাঙামাটি খাগড়াছড়িতে গ্রেপ্তার ২৮
পরবর্তী নিবন্ধউখিয়ায় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু