চট্টগ্রাম এলিট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর ভিআইপি টাওয়ারে ক্লাবের অন্তর্বর্তী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু ও মহানগর পুলিশের উপ কমিশনার বিজয় বসাক। অনুষ্ঠানে আমানুল্লাহ ক্লাবের অগ্রযাত্রার সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরেন এবং ভবিষ্যৎ পথযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিষ্ঠাবর্ষিকীর এ আয়োজনে সিইসিএলের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইবনে বোরহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মাছুম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এজি এম নিয়াজ উদ্দিন, কমিটির নির্বাহী সদস্য সাহেলা আবেদীন, এইচ এম ইলিয়াস ও টিংকু আবদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিল্পী মোহাম্মদ জসিম উদ্দিন, আমিনুল হক বাবু, শানজিদা আফসানা, মো. হেদায়েত উল্লাহ বাবু, নুরুল কবির, মুক্তা চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশু অধিকার ফোরাম নগর আহ্বায়ক কমিটির সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২০ প্রতিবন্ধী পেল হুইলচেয়ার