সিএনজিচালিত টেক্সিযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর যাওয়ার পথে হাটহাজারীতে ছিনতাইয়ের শিকার হয়েছে ফটিকছড়ির ফকিরাচাঁন এলাকার প্রবাসী মো. আলতাফ। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলার ইসলামিয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী আলতাফ ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকার রিয়াজউদ্দিন তালুকদার বাড়ির দুবাই শারজা প্রবাসী মো. আলতাফ।
আটককৃত ছিনতাইকারীরা হলেন- ফটিকছড়ির পাইন্দং ১নং ওয়ার্ড ফকিরাচাঁন এলাকার ভুইয়াবাড়ির বদি কোম্পানির ছেলে তানবীর ও আরিফ।
প্রবাসী আলতাফ জানান, সিএনজিযোগে চট্টগ্রাম এয়ারপোর্ট যাচ্ছিলাম। পথিমধ্যে হাটহাজারী ইসলামিয়া হাট এলাকায় গেলে দু’টি মোটরসাইকেলে ৪ জন আরোহী আমাদের গাড়িটির গতিরোধ করে আমার হাতে থাকা পাসপোর্ট ছিনতাই করে নিয়ে যায়। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুই ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। অপর দুই ছিনতাইকারী পাসপোর্ট নিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘স্থানীয়দের সহযোগিতায় আটক করা দুই ছিনতাইকারীকে আমি চিনতে পেরেছি। কিছুদিন আগে আমি স্থানীয় একজনের কাছ থেকে কিছু জমি ক্রয় করেছি। ছিনতাইকারীদের সাথে সে জমি বিক্রেতার শত্রুতা রয়েছে। এরই জের ধরে আজকে তারা আমার সাথে এ ঘটনা ঘটিয়েছে। অথচ আমি ক্যাশ টাকায় জমিটি কিনেছি।’