চট্টগ্রাম এবার হারালো খাগড়াছড়িকে

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক খেলায় টানা ৪র্থ জয় পেয়েছে চট্টগ্রাম জেলা। গতকাল রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম সহজেই ১০ উইকেটে হারিয়েছে খাগড়াছড়ি জেলাকে। টসে জিতে খাগড়াছড়ি প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু চট্টগ্রামের বোলারদের বোলিং তোপে ২৫.৫ ওভার খেলে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় খাগড়াছড়ি। দলের ছয় ব্যাটার কোন রানই সংগ্রহ করতে পারেনি। অতিরিক্ত ২৫ থেকে আসে তাদের সর্বোচ্চ রান। অধিনায়ক অংকিত পাল ১৯ এবং ধর্মদীপ ১১ রান করে। চট্টগ্রামের মো. মারুফ ৫.৫ ওভার বোলিং করে কোন রান না দিয়েই ৪টি উইকেট লাভ করে। এছাড়া আরশাদুল ৩টি এবং সাকিব আকন্দ ২টি পায়। জবাবে চট্টগ্রাম ৮.২ ওভার খেলে বিনা উইকেটে ৬৪ রান তুলে নেয়। ওপেনার আরশাদুল হক ৩৩ এবং মো. ইভান রায়হান ১১ রান করে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে ২০ রান।

পূর্ববর্তী নিবন্ধভারতকে চাপে ফেললেন অস্ট্রেলিয়ার বোল্যান্ড
পরবর্তী নিবন্ধকন্টিনেন্টাল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র শুভসূচনা