চট্টগ্রাম একাডেমি-ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ চৌধুরী

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমিফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ সম্মানী। চট্টগ্রাম একাডেমি কর্তৃক গঠিত জুরি বোর্ডের সভায় তাঁকে নির্বাচন করা হয়।

বিশ্বজিৎ চৌধুরী বাংলাদেশের সাহিত্যে এক বিশিষ্ট নাম। ১৯৮২ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কিশোর গল্পগ্রন্থ লিন্ডা জনসনের রাজহাঁস। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশুকিশোরসাহিত্য মিলিয়ে মোট গ্রন্থসংখ্যা ত্রিশের বেশি। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা দশটিরও বেশি নাটক। নার্গিস, আশালতা, কবরী, বাসন্তী তোমার পুরুষ কোথায়, হে চন্দনা পাখি, দূরসম্পর্ক ও ফুটো তাঁর বহুল সমাদৃত উপন্যাস। কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ অর্জন করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ উপজেলার ১১৫০টি এতিমখানায় এক বেলা খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার