চট্টগ্রাম একাডেমি–ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. আকিমুন রহমান। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা। চট্টগ্রাম একাডেমি কর্তৃক গঠিত জুরি বোর্ডের সভায় তাঁকে নির্বাচন করা হয়। আকিমুন রহমান বাংলাদেশের প্রবন্ধ, গবেষণা ও কথাসাহিত্যে এক বিশিষ্ট নাম। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : উপন্যাস : পুরুষের পৃথিবীতে এক মেয়ে রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি, জীবনের রৌদ্রে উড়েছিলো কয়েকটি ধুলিকণা, পাশে শুধু ছায়া ছিলো, সাক্ষী কেবল চৈত্রমাসের দিন, অচিন আলোকুমার ও নগণ্য মানবী, একদিন একটি বুনোপ্রেম ফুটেছিলো, নিত্য যে নদী বহে, যখন ঘাসেরা আমার চেয়ে বড়ে, গল্প গ্রন্থ : এইসব নিভৃত কুহক, জীবনের পুরোনো বৃত্তান্ত, জলের সংসারের এই ভুল বুদবুদ, কিশোর সাহিত্য : সোনার খড়কুটো (গল্প সংকলন) ও পানিডাঙা গ্রামে যা কিছু ঘটেছিলো। গবেষণা গ্রন্থ : আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ (১৯২০–৫০), পিএইচডি অভিসন্দর্ভ, বাংলা একাডেমি, বিবি থেকে বেগম : বাঙালি মুসলমান নারীর ক্রমবিবর্তনের ইতিহাস, নিরন্তর পুরুষভাবনা, পৌরাণিক পুরুষ, বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল (১৩১৮– ১৩৫০ বঙ্গাব্দ), শরৎচন্দ্রের শ্রীকান্ত ও ইন্দ্রনাথ : কতোটা মৌলিক সৃজন তারা কতোটাই বা প্রভাবজাত। প্রেস বিজ্ঞপ্তি।