চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

নির্বাচনের তফসিল ঘোষণা

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির ২০২৫২০২৬ সালের দ্বিবার্ষিক সদস্য প্রতিনিধি (পরিচালক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ জানুয়ারি বেলা ২৩০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গণনা শেষে ঐদিনই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা কমিটি। চট্টগ্রাম একাডেমির মিলনায়তনে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচনের তফসিল : মনোনয়নপত্র সংগ্রহ ২ ও ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা, মনোয়নপত্র জমাদান ৩ ও ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা, মনোয়নপত্র প্রত্যাহার ৫ জানুয়ারি বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা।

এ উপলক্ষে চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গত ২৯ ডিসেম্বর একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, নেছার আহমদ ও অরুণ শীল, পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আক্তার নিশু ও রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমঈনউদ্দিন চিশতির (রা.) বার্ষিক ওরশ ৫ জানুয়ারি
পরবর্তী নিবন্ধকাল বলুয়ার দীঘি খানকায় খাজা গরীবে নেওয়াজ (রহ.) ওরশ শুরু